These immortal lines by Jeebananda Dash have never been more apt in my lifetime than it is today.
A strange darkness has
gripped the world these days,
People without vision are
the ones who see most clearly today;
The earth cannot go round
unless decreed by
Those who’ve never felt
the tremor of love, care, compassion in their hearts.
Those who still have
profound faith in humans,
Those who even now believe
In glorious truths,
traditions, or arts, or deep pursuits,
Their hearts today are
being devoured by vultures and wolves.
অদ্ভুত আঁধার এক
জীবনান্দ দাশ
=========
অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা;
যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই
পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।
যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি
এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয়
মহত্ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা
শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।
Translated on 05 August 2019
Translated on 05 August 2019
No comments:
Post a Comment
I will be happy to read your views, approving or otherwise. Please feel free to speak your mind. Let me add that it might take a day or two for your comments to get published.