If you have a problem, fix it. But train yourself not to worry, worry fixes nothing. - Ernest Hemingway

Saturday 22 September 2018

The Faithless Have-nots

To The Faithless Have-nots
Sunil Ganguli
==========

The wife of a close friend of mine,
She’s decked herself for visiting our home
But she won’t dine with us tonight,
She’s on fast, for an unknown goddess.
If I’d been young, 
I would have pulled her legs; 
But now, just a wry smile crosses my face
One shouldn’t hurt other people’s faith.

Another friend, 
Who introduced me to Left politics – 
I saw a ring with a gemstone on his finger.
He noticed my raised eyebrows
And said in a feeble voice,
‘I’ve been going through a bad patch of poor health.
Mother-in-law suggested that I put this on.
It’s a moonstone, couldn’t say “No.”’
I thought 
It was my personal defeat.

I sometimes visit a revered professor,
There’s so much to learn even now.
Today, for the first time
I saw a Ganesha hanging above his door.
Didn’t ask him, he came out on his own,
‘My son brought it from South India,
Isn’t it a remarkable piece of art?’
‘If indeed it was work of art, 
Why isn’t it in the shelf instead of above the door?’
No, I didn’t ask him,
I am too old to play these little games!

I’m getting on in years,
I am being defeated,
Being defeated every day.
One shouldn’t hurt another’s faith …
One shouldn’t hurt another’s faith …
There’s so much faith around us, and
Growing every day in so many shapes and sizes.

The saffron goon who has decided 
That the child of another faith
Must bleed to death,
And stray dogs should lick his blood,
He too is a man with an immutable faith.

The guardian of a religion who believes
A woman should be beheaded
If she wanted to sing,
And if she wished to play tennis 
She ought to be in a burqa …
He too is a creature of robust faith.

The man who’s just going to kill,
With deadly explosive hidden in his belt
He who is flexing his muscles 
And trying, with a crooked smile on his face,
To get the whole world under his feet,
They all belong to the school of faithful people.
Every one of them is faithful, faithful, faithful …

At times, I wish to scream out,
‘Stand up, 
Those who are not faithful,
Faithless have-nots of the world
Unite!’

Translated on 21 September 2018

সর্বহারা_অবিশ্বাসী
-সুনীল গঙ্গোপাধ্যায়
============
আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী
বেশ সেজেগুজে এসেছে,
কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না,
আজ তার নীলষষ্ঠী ।
যৌবন বয়েসে এই নিয়ে
কত না চটুল রঙ্গ করতাম,
এখন শুধু একটা পাতলা হাসি
অন্যের বিশ্বাসে নাকি
আঘাত দিতে নেই ।
আর এক বন্ধু
যে প্রথম আমায়
ছাত্র রাজনীতিতে টেনেছিল,
তার আঙুলে দেখি
একটা নতুন পাথর বসানো আংটি,
আমার কুঞ্চিত ভুরু দেখে
সে দুর্বল গলায় বলল -
শরীরটা ভালো যাচ্ছে না
তাই শাশুড়ি এটা পরতে বললেন,
মুনস্টোন, না বলা যায় না ।
আমার মনে হল
এ যেন আমারই নিজস্ব পরাজয় !
শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি, মাঝে মাঝে তাঁর আলাপচারিতা শুনতে...
এখনও কত কিছু শেখার আছে
আজই প্রথম দেখলাম,
তাঁর দরজার পেছন দিকে
গণেশের মূর্তি আটকানো ।
প্রশ্ন করিনি, তিনি নিজেই জানালেন
দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে,
কী দারুণ কাজ না ?
সুন্দর মূর্তির স্থান
শো-কেসের বদলে
দরজার ওপরে কেন,
বলিনি সে কথা -
সেই ফক্কুড়ির বয়েস আর নেই ।
বয়েস হয়েছে তাই হেরে যাচ্ছি
অনবরত হেরে যাচ্ছি,
অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই...
অন্যের বিশ্বাসে আঘাত দিতে নেই...
চতুর্দিকে এত বিশ্বাস
দিনদিন বেড়ে যাচ্ছে,
কত রকম বিশ্বাস...
যে গেরুয়াবাদী ঠিক করেছে,
পরধর্মের শিশুর রক্ত গড়াবে মাটিতে,
চাটবে কুকুরে
সেটাও তার দৃঢ় বিশ্বাস ।
ধর্মের যে ধ্বজাধারী মনে করে,
মেয়েরা গান গাইলে
গলার নলি কেটে দেওয়া হবে,
টেনিস খেলতে চাইলেও
পরতে হবে বোরখা,
সেটাও তার দৃঢ় বিশ্বাস ।
যে পেটে বোমা বেঁধে
যাচ্ছে ধ্বংসের দিকে,
যে পেশি ফুলিয়ে, দেঁতো হাসি হেসে
পদানত করতে চাইছে গোটা বিশ্বকে,
এরা সবাইতো বিশ্বাসীর দল ।
সবাই বিশ্বাসী, বিশ্বাসী, বিশ্বাসী
এক-একবার ভাঙা গলায়
বলতে ইচ্ছে করে
অবিশ্বাসীর দল জাগো,
দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা
এক হও !